Home DETAILS - Thakurgaon Hospital Day-2017

Grameen Health Care Services

EVENT 

TITLE:
Thakurgaon Hospital Day-2017
WHEN:
Monday, 13 March 2017 - Monday, 13 March 2017 
Category:
GHS Events

DESCRIPTION

গ্রামীণ চক্ষু হাসপাতাল ঠাকুরগাও এর ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে গত ১৩/০৩/১৭ সোমবার একটি র‍্যালী বের কর হয় এবং হাসপাতাল প্রাঙ্গনে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আঃ ওয়াহেদ, মাননীয় জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত ) ও উপ-পরিচালক, উপ-সচিব মহোদয়, স্থানীয় সরকার, ঠাকুরগাঁও।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (১) জনাব ডাঃ আবু মোঃ খয়রুল কবির, মাননীয় সিভিল সার্জন ও সভাপতি, বিএমএ ঠাকুরগাঁও, (২) জনাব আবু রাফা মোঃ আরিফ, এডিএম মহোদয়, ঠাকুরগাঁও, (৩) জনাব ডাঃ মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মহোদয়, বিএমএ, ঠাকুরগাঁও, (৪) জনাব বর্ণি শিখা আশা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ঠাকুরগাঁও, (৫) মোঃ মাহবুব আলম (মুকুল), চেয়ারম্যান মহোদয়, ১২ নং সালন্দর ইউপি, (৬) প্রফেসর মোঃ আইয়ুব আলী, প্রাক্তন অধ্যক্ষ, সরকারী মহিলা কলেজ, ঠাকুরগাঁও। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ রনজু চৌধুরী, জনাব মোঃ মামুন, পরিচালক, চেম্বার অব কমার্স, ঠাকুরগাওসহ অারও অনেক বিশিষ্ট ব্যাক্তিবর্গ। সভাপতিত্ব করেন ক্লিনিক্যাল চীফ মহোদয় জনাব ডাঃ মোঃ রফিকুল ইসলাম, অনুষ্ঠানটি সঞ্চালন করেন হাসপাতাল ব্যবস্থাপক জনাব এ.এস.এম আক্তার শামীম।
সবার ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।